সনির নতুন আইবো ডগ

Anjum Rashid
1 min readSep 1, 2018

--

সনি বাজারে আনছে আইবো সিরিজের ৬ষ্ঠ জেনারেশনের নতুন সদস্য অবসরের সঙ্গী রোবট কুকুর!

ক্লাউড বেজড AI ইঞ্জিনে ইন্টিগ্রেটেড সামাজিক রবোট আইবো ডগের কিছু ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হলো পারিপার্শ্বিকের প্রভাবে নিজের মতো ব্যক্তিত্ব গড়ে তোলা, স্নেহ-ভালোবাসা ইত্যাদি আবেগ প্রকাশ ,নিজে নিজেই নতুন ভাবভঙ্গি অণুকরণ।
এছাড়া চোখ,কান,লেজের সূক্ষাতিসূক্ষ নাড়াচাড়া করে এটি মৌখিক অভিব্যক্তি প্রদর্শন করতে পারে।
মজার ব্যাপার হচ্ছে উচ্চতাভীতির কারণে ছাদের কার্নিশের কাছে যেতে দেয়া মানা।
কিছুদিনের মধ্যেই কনজ্যুমার মার্কেটে মাত্র তিন হাজার ডলার খরচ করলেই পেতে পারেন এমন একটি যান্ত্রিক সঙ্গী ।

উল্লেখ্য ২০০৬ এ আইবোর শেষ সদস্য বাজারে আসে।

--

--

Anjum Rashid
Anjum Rashid

Written by Anjum Rashid

Microsoft Ambassador Alumni | GitHub Campus Expert | InfoSec Enthusiast | Blockchain Explorer | DevOps / SRE Practitioner

No responses yet