ওরাকল ভার্চুয়ালবক্স

Anjum Rashid
2 min readApr 27, 2019

--

source: TechPrevue

“বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা…”
কেমন হতো যদি কাল্পনিক বাক্সে বন্দী করে ফেলা যেতো আস্ত একটি অপারেটিং সিস্টেম? বাক্স খুললেই বুট আপ করতো আপনার পছন্দের ওএস আবার বন্ধ করলেই নাই? শুনে ভ্রু কুঁচকে যাচ্ছে?
এমন ধারণা থেকেই ভার্চুয়াল মেশিন কনসেপ্টের উৎপত্তি।

source : https://youtu.be/yIVXjl4SwVo

ভার্চুয়াল মেশিনকে বাস্তবে রুপদান করতে বছর দশেক আগে ওরাকল করপোরেশন (প্রাথমিকভাবে ইনোটেক ও সান মাইক্রোসিস্টেমস দ্বারা ডেভেলপড) নিয়ে আসে ওরাকল ভার্চুয়ালবক্স।
এটির প্রাথমিক বৈশিষ্ট্য দুটি -
১.ক্রস-প্ল্যাটফর্ম : Intel, AMD অথবা যেকোনো প্রোসেসর সিস্টেমে এটি সাপোর্ট করবে।
২.ভার্চুয়ালাইজেশনঃ একটি রানিং অপারেটিং সিস্টেমের ভেতর একই সময়ে চালানো যাবে একাধিক অপারেটিং সিস্টেম।
যেমনঃ Windows 10 সিস্টেমে ভেতরে রান করা সম্ভর Linux,Mac,Solaris কিংবা অন্য যেকোনো ওএস।

c++ ও Assembly ল্যাংগুয়েজে ডেভেলপ করা এই ওপেন সোর্স সফটওয়্যারটি দিয়ে কোনো ঝামেলা ছাড়াই নিতে পারবেন নতুন কোনো জনপ্রিয় অপারেটিং সিস্টেমের স্বাদ।
লিনাক্সের কথাই ধরা যাক। আপনি হয়তো লিনাক্সের টার্মিনালের কমান্ডগুলোর সাথে পরিচিত হতে চাচ্ছেন কিন্তু লিনাক্স সেটাপ দেয়ার মত প্রয়োজনীয় মেমরি
আপনার পিসিতে নাই কিংবা পিসি বেশ ধীরগতির ।
সেক্ষেত্রে খুব সহজেই আপনি এটি ব্যবহার করে ঘুরে আসতে পারেন কাল্পনিক লিনাক্সের জগত থেকে।

Source : Geek University

সুবিধাসমূহ -
>একই সময়ে গেস্ট পিসিতে একাধিক OS চালানো সম্ভব
>গেস্ট সিস্টেমে কোনো প্রভাব পড়ে না
>সিপিইউ,র‍্যাম,ডিস্ক ও অন্যান্য পেরিফেরাল প্রভৃতি প্রয়োজনমত বন্টন করে নেয়া যায়
> এডিশনাল হার্ডওয়্যারের ও সফটওয়্যারের ওপর অতিরিক্ত চাপ কমানো যায়
>সেন্ট্রালাইজড নেটওয়ার্ক ম্যানেজমেন্টের সুবিধা আছে

অসুবিধা -
> USB 2.0 সাপোর্টেবল ডিভাইসগুলোর ক্ষেত্রে ডেটা আদানপ্রদান বেশ ধীরগতির
> windows এর পুরাতন ভার্সনগুলো যেমন Windows 95, 98, ME ইত্যাদির ক্ষেত্রে ভালো পারফর্মেন্স দিতে পারে না
> DirectX ও OpenGLএর নতুন ভার্সন কাজ করবে না
> Allocated Video RAM বেশ কম (128 Megabyte)

ওরাকল ভার্চুয়ালবক্স ডাউনলোড করতে পারবেন নিচে লিংক থেকে -
https://www.virtualbox.org/

--

--

Anjum Rashid

Microsoft Ambassador Alumni | GitHub Campus Expert | InfoSec Enthusiast | Blockchain Explorer